ওয়েস্ট ইন্ডিজে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৪:৩১ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনে খেলা হয়নি অর্ধেকের বেশি সময়। তবে যেটুকু খেলা হয়েছে তাতেই বাংলাদেশ ‘এ’ দলের টপ ও মিডল অর্ডারের ভগ্নদশা। ব্যাটসম্যানদের মধ্যে লড়লেন কেবল অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনে ৪৩ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের রান ৬ উইকেটে ১৩৫। অধিনায়ক মিঠুন দিন শেষে করেছেন ৪২ রানে অপরাজিত থেকে। শেষ দিকে তাকে সঙ্গ দিয়ে ২৩ রানে অপরাজিত নাঈম হাসান। যার মূল কাজ অফ স্পিন বোলিং।
টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল শুরুতে হারায় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। ফিরেছেন শূন্য রানে। ৪.২ ওভারের সময় দেখা যায় আউটফিল্ডের বেশ কিছু জায়গা উপযুক্ত না থাকায় বন্ধ হয় খেলা। মাঠকর্মীরা তা সারিয়ে তুলতে কাজে লেগে যায় প্রায় ৪ ঘণ্টা। খেলা আবার শুরু হলে সাদমান ইসলাম ও তিনে নামা সাইফ হাসান লড়াই করেন কিছুক্ষণ। তবে থিতু হওয়ার পর আউট হয়ে যান টেস্ট দল থেকে বাদ পড়া দুই ব্যাটসম্যানই। ৩১ বলে ২০ রান করে সাইফ বিদায় নেন আগে। চারে নামা ফজলে মাহমুদ রাব্বি করেন ১ রান। সাদমান ইসলাম বিদায় নেন ৪৬ বলে ১৭ রান করে। জাকির হাসান করেন ৭ রান। এক প্রান্ত থেকে তখন রান বাড়ানোর কাজটা করছিলেন মিঠুন। তার সঙ্গে কিছুটা লড়াই করেন জাকের আলি অনিক। তবে এই কিপার-ব্যাটসম্যান যখন বিদায় নেন ৩২ বলে ৩ রান করে। এরপর নাঈমকে নিয়ে দিন শেষ করে আসেন মিঠুন। দিন শেষে ৭৯ বলে ৭ চারের সাহায্যে ৪২ রানে অপরাজিত মিঠুন। ৪৫ বলে ২৩ রানে খেলছেন নাঈম।

পূর্ববর্তী নিবন্ধশেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আহমদ ছৈয়দ মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন