ওয়াসার পানি মজুদ করে বাসায় বাসায় বিক্রি, ম্যাজিস্ট্রেট দেখে পলায়ন

| বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ৬:১১ অপরাহ্ণ

নগরীর বন্দর থানাধীন পশ্চিম নিমতলা আব্দুল লতিফ সড়কের দোতলা মসজিদ এলাকার হাজী ইউসুফ সওদাগরের বাড়িতে আজ বুধবার অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ।

ওয়াসার পানি মজুদ ও বিক্রি এবং বকেয়া বিল আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে শিরীন আক্তার দৈনিক আজাদীকে জানান, ওয়াসার দুটি সংযোগ থেকে আলাদা কয়েকটি পাইপলানের মাধ্যমে পানি মজুদের পর বিভিন্ন বাসায় পানি বিক্রির তথ্য পেয়ে আমরা সেখানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

পরবর্তীতে মূল সংযোগের পাশে থাকা সকল পাইপলাইন কেটে দেওয়া হয়। একইসাথে সেখানে থাকা ৪টি মোটর জব্দ করা হয়। এ সময় ওয়াসার বকেয়া ১ লক্ষ টাকা বিল আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় মাতামুহুরীতে মাছ ধরতে নেমে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধসিডিএর নতুন চেয়ারম্যান আ.লীগ নেতা মোহাম্মদ ইউনুছ