এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের বিপক্ষে আনীত আবুল হাশেমের অভিযোগের নিষ্পত্তি

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহ-সভাপতি হিসেবে এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের বিপক্ষে সিজেকেএস নির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব আবুল হাশেম আনীত অভিযোগের নিষ্পত্তি হয়েছে। ২০২০ সালের ২০ আগস্ট যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ দায়ের করেছিলেন আলহাজ্ব আবুল হাশেম। গত ২৭ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া-১ শাখার সহকারী সচিব মো. জাহাঙ্গীর হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে সিজেকেএস নির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব আবুল হাশেম কর্তৃক দাখিলকৃত অভিযোগ তদন্তপূর্বক তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগসমূহ প্রমাণিত হয়নি বলে এ পত্রে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে সিজেকেএস নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কোটায় ৫জন প্রতিনিধি মনোনয়নের বিপরীতে প্রশ্ন তোলেন আলহাজ্ব আবুল হাশেম। তিনি ২০১৯ সালের ১৫ ডিসেম্বর সিজেকেএস নির্বাচন কমিশনার বরাবরে এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)-এর নাম সাধারণ পরিষদের তালিকা থেকে বাদ দিতে এবং সে সময়ের নির্বাচনে প্রার্থীতা বাতিলের আবেদন করেছিলেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, সিজেকেএস নির্বাচন কমিশন থেকে কোন সুদুত্তর পাওয়া যায়নি। এজন্য ২০১৯ সালের ২৩ ডিসেম্বর তিনি জাতীয় ক্রীড়া পরিষদ সভাপতি ও সচিব বরাবরে পুনরায় আবেদন করেন। আনীত অভিযোগের বিষয়ে সিজেকেএস এর তৎকালীন সহ-সভাপতি ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান তদন্ত কর্মকর্তার দায়িত্বে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও যুগ্ম সচিব-এর কাছে লিখিত বক্তব্য প্রদান করেন। এতে তিনি জানান, গঠনতন্ত্র অনুযায়ী অভিযোগটির আইনগত কোন ভিত্তি নেই। এতে আরও বলা হয়,এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)’কে লিটল ব্রাদার্স মনোনীত কাউন্সিলর হিসাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তিনি ২০১৫ সালের সিজেকেএস নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। সবমিলিয়ে তিনি ৮ বছরের অধিক সময় সিজেকেএস সাধারণ পরিষদ/কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেছেন। ফলে আলহাজ্ব আবুল হাশেমের করা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। এছাড়া গঠনতন্ত্র অনুযায়ী আপত্তি উত্থাপন যথাযথ এবং যথাসময়ে ছিল না বলে তদন্ত কর্মকর্তার কাছে লিখিত বক্তব্যে মন্তব্য করেন তিনি। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। এতে সিজেকেএস সহ-সভাপতি এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল)এর বিপক্ষে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি বলেই জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ের পথে রওয়ানা হয়েছে টাইগাররা
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিসের অনূর্ধ্ব-১৬ বালক-বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন