এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ পেলেন বাংলাদেশের ইমরানুর

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

কাজাখস্তানে চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের দ্রুত মানব ইমরানুর রহমান। টুর্নামেন্টের ৬০ মিটার দৌড় ইভেন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন তিনি। পেছনে ফেলেছেন বাকি সাত দৌড়বিদকে।

এর আগে হিটে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। সেখানে দ্বিতীয় হয়ে ৬.৬১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন তিনি। এর আগে গত বছর বেলগ্রেডে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে তার টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড। ফাইনালে ইমরানের টাইমিং ৬.৫৯ সেকেন্ড। দ্বিতীয় হয়ে রৌপ্য জেতা হংকংয়ের শাক কাম চিংয়ের চেয়ে যা ০.০৬ সেকেন্ড কম। ৬.৭৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন হংকংয়ের লি হং কিট।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে পাবলিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধকোয়ালিটি নকআউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন