এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন উপাচার্য রুবানা হক

| বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এডব্লিউইউ) উপাচার্য হিসাবে দায়িত্ব পেলেন বিজিএমইএয়ের সাবেক সভাপতি রুবানা হক, যিনি এতদিন এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চট্টগ্রামের এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার রুবানা হকের নতুন দায়িত্বপ্রাপ্তির খবর জানানো হয়। খবর বিডিনিউজের।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম নারী সভাপতি রুবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্ট্রি বোর্ডেরও সদস্য।
রুবানা ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ফেলো তিনি। উপাচার্য পদে অধ্যাপক নির্মলা রাওয়ের স্থলাভিষিক্ত হয়েছেন রুবানা হক। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী নির্মলা রাও গত পাঁচ বছর উপাচার্য পদে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশুরুতেই ধরা পড়লে ক্যান্সার রোগ নিরাময় সম্ভব
পরবর্তী নিবন্ধঅপরাধমুক্ত সমৃদ্ধ রাউজান গড়াই আমাদের লক্ষ্য : ফজলে করিম