এলো ঈদ

মাহবুবা চৌধুরী | শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

চাঁদ খোঁজো চাঁদ কই চলো যাই নদীর কিনারে

কাশবনে বাঁকা চাঁদ উঁকি দেয় মেঘের মিনারে।

দলে দলে ছেলে বুড়ো চাঁদ দেখে মেঘেদের কাঁধে

চারদিকে ঈদ ঈদ রব ওঠে উল্লাসে অবাধে।

ছোট নেই বড় নেই ঘরে ঘরে ঈদের আনন্দ

গরীবও খাবে আজ পেটপুরে যেমন পছন্দ।

সকলের গায়ে দেখ শোভা পায় নতুন জামারে

কেউ বুঝি নেই আজ এই দিনে অভুক্ত আহারে।

নাহয় কোরমাপোলাও নয়তোবা থালা ভরা ভাত

প্রভুর দরবারে নেই কারো জন্য কোন পক্ষপাত।

যদি আজ দাঁড়াবই ঈদগাঁহে মিলে কাঁধে কাঁধ

চলো না গুড়িয়ে দেই অনিয়ম উঁচুনিচু বাঁধ।

সভ্যতার নোংরা স্রোত ভেঙে দিয়ে সব কিছু ফেলে

মিলে মিশে থাকি সবে মানবিক দুই হাত মেলে।

যত ক্ষত রুগ্ন ক্ষুধা অবিনাশী তৃষ্ণামগ্নবারি

হে সৌন্দর্য মুছে দাও জরাজীর্ণ হৃদয় উজাড়ি।

পূর্ববর্তী নিবন্ধঈদ আসুক ঘরে ঘরে
পরবর্তী নিবন্ধমানবতার ঈদ ও কল্যাণময় ঈদ