এরশাদের উন্নয়নচিত্র নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান

উত্তর জেলা জাপার সমাবেশ

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছিল স্বাধীনতা পরবর্তী বাংলার ইতিহাসে উন্নয়নের সোনালী সময়। এরশাদের উন্নয়নের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল সোমবার উত্তর জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নগরীর পুলিশ প্লাজা অডিটরিয়ামে শায়েস্তা খান চৌধুরীর সভাপতিত্বে ও শফিক উল আলম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, নাজমা আক্তার এমপি, এমরান হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান শামশুল আলম মাস্টার, দিদারুল কবির দিদার, লুৎফুর রেজা খোকন, মৌলভী মোহাম্মদ ইলিয়াস, বেলাল হোসেন, অলি উল্লাহ চৌধুরী মাসুদ, তপন চক্রবর্ত্তী, আবুল কালাম আজাদ।
বক্তব্য দেন, মেজবাহ উদ্দিন আকবর চেয়ারম্যান, লায়ন মহিন উদ্দীন চৌধুরী, রেজাউল করিম বাহার, রফিকুল আলম, লোকমান সিকদার, সাজ্জাদ হোসেন, মেহেদী রাশেদ, এম এ আবুল হাশেম, শেখ শফিউল আজম, আলমগীর হোসেন, কাজল চৌধুরী, শফিকুল আলম চৌধুরী লিটন, শাহীন পলাশ, মাসুদুর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শপথ নিলেন তিন ইউপির ৩৬ সদস্য
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সেলিনা খান বাদলের কম্বল বিতরণ