এমভি আবদুল্লাহর ২৩ নাবিকই জাহাজে চট্টগ্রাম আসবেন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিকই জাহাজে চট্টগ্রাম আসবেন। আগামী ১২ থেকে ১৪ মে’র মধ্যে জাহাজটি পণ্য নিয়ে চট্টগ্রামে আসার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়াহ বন্দরে কয়লা খালাস শেষ হলে জাহাজটিতে চট্টগ্রাম বন্দরের জন্য পণ্য বোঝাই করা হবে।

জাহাজটির ২৩ জন নাবিকের দুইজন বিমানে চট্টগ্রাম আসার কথা থাকলেও তারা সিদ্ধান্ত পাল্টেছেন। তারা সকলেই একসাথে চট্টগ্রাম ফিরবেন বলে গতরাতে কেএসআরএম সূত্র জানিয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ দুপুরে এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। জাহাজের মালিকপক্ষের তৎপরতায় জলদস্যুদের সাথে সমঝোতার পরে এক মাসের বেশি সময় পর ১৩ এপ্রিল বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। দস্যুমুক্ত হয়ে ওই রাতেই সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। পথিমধ্যে ভারত মহাসাগরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ননদ ও দুই জায়ের ভোটের লড়াই
পরবর্তী নিবন্ধরুমায় নিহত কেএনএফ সদস্যের লাশ হস্তান্তর