মীরসরাইয়ে ননদ ও দুই জায়ের ভোটের লড়াই

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ১০:৩১ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিন জন। তিন প্রার্থীই একই পরিবারের দুই জা ও ননদ। গতকাল প্রতীক বরাদ্ধ হওয়ার পর ননদ ও দুই জায়ের ভোট যুদ্ধ শুরু হয়েছে। জাননদভাবির মধ্যে সাংসারিক খুঁনসুটি যেন বাঙালি সমাজের চিরায়ত ঘটনা। সংসারের আধিপত্য বিস্তারের এই লড়াই এবার গড়িয়েছে ভোটের মাঠেও। ছাড় দিতে রাজি নন কেউই।

মীরসরাইয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জাননদভাবির নির্বাচনি যুদ্ধ আলাদাভাবে নজর কেড়েছে ভোটারদের। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার দুই জা ও ননদের মধ্যে নির্বাচনি লড়াই শুরু হয়েছে। গতকাল ২৩ এপ্রিল প্রতীক বরাদ্ধের পর সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী পেয়েছেন কলসি মার্কা। তার আপন জা (দেবরের বউ) বিবি কুলসুম চম্পা পেয়েছে পদ্মফুল প্রতীক। আবার ফেন্সীর আপন ভাবি সাবেক প্রয়াত যুবলীগ সভাপতি মোমিনুল ইসলাম টিপুর স্ত্রী উম্মে কুলসুম কলি পেয়েছেন ফুটবল প্রতীক।

দুই জা ও ননদের এই লড়াইয়ে কে কাকে ভোট দেবেন তা নিয়ে চিন্তায় স্বজনেরা। এ ভোটের লড়াই চাঞ্চল্য সৃষ্টি করেছে উপজেলা জুড়ে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুই শিবিরে আলোচনায় ৬ প্রার্থী
পরবর্তী নিবন্ধএমভি আবদুল্লাহর ২৩ নাবিকই জাহাজে চট্টগ্রাম আসবেন