এমন শিশু চাই আমাদের
থাকবে না মুখ কালো,
হাসবে শিশু খেলবে খেলা
জ্বালবে খুশির আলো।
চিনবে শিশু বর্ণালি ফুল
রেশমী পাখির ডানা,
ডাকছে সে কে পাতার আড়ে
থাকবে তাদের জানা।
কাটবে ছড়া মুখে মুখে
গল্প যাবে বলে,
পড়া লেখায় মুখর হবে
শিখবে মজার ছলে।
দেখবে শিশু স্বপ্ন রঙিন
মনের মতো করে,
খুঁজবে গোপন অজানাকে
ব্যাকুলি অন্তরে।
জানবে শিশু অতীত কথা
জাতির কথা যতো,
দেশের জন্যে শহিদ হলো
যুগেযুগে কতো!
পড়বে জাতির পিতার কথা
যুদ্ধটা যাঁর ডাকে,
যাঁর কারনে স্বাধীনতা
রাখবে বুকে তাঁকে।