এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদের সভা ও দোয়া মাহফিল

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ৮নং শুলকবহর ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার প্রধান পৃষ্ঠপোষক সাবেক কমিশনার মামুনুর রশীদ মামুনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে খতমে কুরআন আদায় করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।

 

সবশেষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এর আগে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী এক্স কাউন্সিলর ফোরামের সাধারণ সম্পাদক ও

নগর আওয়ামীলীগ নেতা মামুনুর রশীদ মামুন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি স্বাধীন দেশ দিয়ে গেছেন। বাংলাদেশ একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে। আর এ কাজ করবে আজকের শিশুরা। এ জন্য শিশুদের দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এতে

উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মশিউর রহমান রোকন, শুলকবহর ওয়ার্ড আ.লীগ সভাপতি আতিকুর রহমান, নগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, মমতাজ উদ্দিন, শাহজান সুফী, আক্তার ফারুক, কফিল উদ্দিন খোকন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম, এম এ তাহের, জাহিদ হোসেন, এরশাদ মুন্না, এসএম সায়েম, কুতুব উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, রিফাত জাবেদ ডন, মোহাম্মদ আলী চৌধুরী, মো. খোরশেদ আলম বাসেদ, আব্দুর রাজ্জাক বাবু, ওমর ফারুক সুমন, জালাল উদ্দিন বাবু, এম আর এ রিদয়, খুরশিদ বিন সুহাদ, আকিফুল ইসলাম ফরহাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ক্ষেত্রে বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিক
পরবর্তী নিবন্ধসাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই : ডা. শাহাদাত