এবার নির্বাচনী সংলাপ খেলা খেলতে দেওয়া হবে না

সম্মিলিত পেশাজীবী পরিষদের সভায় শাহাদাত

| সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৮:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন সরকার একটা সংলাপ সংলাপ খেলা খেলতে চাচ্ছে। ২০১৮ সালেও তারা এ ধরনের একটি সংলাপ খেলা খেলেছিলো। কিন্তু আওয়ামী লীগকে এবার নির্বাচনী সংলাপ খেলা খেলতে দেওয়া হবে না। এই সরকারের

 

অধীনে কোন নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। তিনি গতকাল রবিবার জামালখান রোডস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং এ্যাবের সভাপতি ইঞ্জি, সেলিম মো. জানে আলমের সঞ্চালনায় মতবিনিময় করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, মেট্রোপলিটন

সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, বিএনপি নেতা ইঞ্জি. বেলায়েত হোসেন, শিক্ষক সমিতির সভাপতি এম এ সাফা চৌধুরী, ড্যাব নেতা ডা. মো. ঈসা চৌধুরী, ইঞ্জি. আতিকুজ্জামান বিল্লাহ, বিএনপি নেতা মঞ্জুর রহমান চৌধুরী, ইদ্রিস আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম

শিল্পী, নুরুল মোস্তফা কাজী, জীবন মুছা, এম এ হোসেন, এফ এ এফ রুমি, আকতার হোসেন, ব্যবসায়ী নেতা মাহবুব রানা, সালাউদ্দীন আলী, রোটারিয়ান জসিম উদ্দিন, তাতীদল নেতা মনিরুজ্জামান টিটু, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, এম এ জলিল, এন মো. রিমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকসই উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে নৌকার বিজয়ের জন্য এখন থেকে কাজ করতে হবে