টেকসই উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ

মতবিনিময়ে যুগ্ম সচিব সুরাইয়া বেগম

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৬ মার্চ, ২০২৩ at ৮:২৪ পূর্বাহ্ণ

মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোচ্ছাম্মদ সুরাইয়া বেগম বলেছেন, টেকসই উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। শুদ্ধাচার ও নৈতিকতা প্রথমে নিজ থেকে আসতে হবে। আমি নিজে যদি পরিশুদ্ধ হই তাহলে পরিবার ও পার্শ্ববর্তী লোকজনের মধ্যে শুদ্ধাচার চর্চা হবে।

তিনি গতকাল রোববার হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম. রাশেদুল আলম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ডা. রশ্নি চাকমা,প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাশেক, নুরুল আলম, মো.একরাম, ইউপি চেয়ারম্যান

সরওয়ার মোরশেদ তালুকদার, মজিবুর রহমান, জয়নুল আবেদীন, হারুন উর রশীদ, আক্তার হোসেন খান সুমন, অধ্যক্ষ ফরিদ আহমদ, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, সৈয়দ হাফেজ আহমদ, মো. ইসমাইল হোসেন মুহুরী, প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিসিএসসি ও রিচ ক্লাবের ভূমিকম্প সচেতনতামূলক ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধএবার নির্বাচনী সংলাপ খেলা খেলতে দেওয়া হবে না