এতিমদের যারা সাহায্য করেন আল্লাহ তাদের সহায় থাকেন

পটিয়ায় এতিমখানা উদ্বোধনে পৌর মেয়র

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল বলেছেন, এতিমদের যারা সাহায্য সহযোগিতা করেন তাদের আল্লাহ সহায়তা করেন। এতিমখানা একদিকে যেমনি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অন্যদিকে এতিমদের একটি আশ্রয়স্থল। এতিমখানায় কুরআন শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে হাফেজ ও আলেম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এতিমদের সাহায্য সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। গত সোমবার পটিয়া বৈলতলী রোডস্থ হাজী আবদুছ ছাত্তার ও আছিয়া খাতুন এতিমখানা হেফজখানা ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার, এতিমখানা পরিচালনা কমিটির আবু ছৈয়দ, আবুল কালাম, আবু ফরিদ, আবু ছিদ্দিক, আবু বক্কর, আবদুছ ছত্তার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী নুরুল ইসলাম সওদাগর, ব্যাংকার আমির হোসেন, নুর মোহাম্মদ, সেলিম উল্লাহ, শাহ্‌্‌জাহান চৌধুরী, খায়ের আহমদ, মোহাম্মদ পেয়ারু প্রমুখ। মোনাজাত পরিচালনার মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কাট্টলী ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন শুরু
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক ওয়েবিনার