এড. জানে আলম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:০৪ পূর্বাহ্ণ

দক্ষিণ পতেঙ্গা মাইজপাড়া ঈদগাহে বীর মুক্তিযোদ্ধা এড. মো. জানে আলম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

স্থানীয় আটটি স্কুলের প্রতিটি ক্লাসের তিনজন করে মেধাবী শিক্ষার্থীকে ও তিনটি সংগঠন হিউম্যান এইড পতেঙ্গা, আনকোরা ও মাইজ পাড়া একাদশের সদস্যদের এই শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আমিনুল ইসলাম সুলভ। আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক অনিকের সংঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালে আহমদ চৌধুরী, মহিলা কাউন্সিলর শাহানুর বেগম, বীর মুক্তিযোদ্ধা ফসিউল আলম, আব্দুস সবুর, শিকড় ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালিক, পশ্চিম মাইজ পাড়া মহল্লা কমিটির সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক নাছির আলম, জহির উদ্দিন বাদল, সাবেক ছাত্রনেতা শওকত হোসাইন, সমাজসেবক ওয়াহিদ হাসান, সেকান্দার আজম, হাসান আল মাহমুদ রাহাত, আমরা পলাশের সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইকরাম প্রমুখ।

বক্তারা বলেন, মেধাবী ছাত্রছাত্রীদের পরিচর্যা করলে রাষ্ট্র উপকৃত হবে। সমাজের সকলের উচিত শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা। বক্তারা বীর মুক্তিযোদ্ধা এড. মো. জানে আলম ফাউন্ডেশনের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅংকুর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান