এখন চাঁদের যৌবনকাল

জাহানারা মুন্নী | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

এখন চাঁদের যৌবনকাল, আকাশ থেকে ধরিত্রী

পূর্ণিমা জোছনার আলোর মিছিল।

ভুবনে রচিত হয় কলমকালির অজস্র ধারায়

কাব্য হতে মহাকাব্যের দিনরাত্রি।

চন্দ্রিমার সাথে পৃথিবীর লেনদেন

আবাদি অনাবাদি জমিতে ফসলে

উঁকি দেয় ডেকে নিয়ে যায়,

ঘরমন জানালার হৃদয়ের ক্যানভাসে

ফুলপাখিতে ছাদ বারান্দা বাগানে

অরণ্যে গভীর জঙ্গলে

সমুদ্রপৃষ্ঠ হতে অতল শৈবাল প্রবালে।

জীববৈচিত্র্যে মনুষ্য সৃষ্টিতে

ঘটে আলোর প্রবেশ, মানবমানবী কূলে

জোয়ার ভাটার মতো চলছে অবিরাম

উত্থান পতনের দাঙ্গা খেলা।

বেখবর বোধহীন সংজ্ঞাহীন মনে জাতিতে

বোধদয় ক্ষীণ ঠেকে

এতো ভাববার সময় জ্ঞানের তুচ্ছ তোয়াক্কা

যুগে যুগে ঘটে মহামানবের আবির্ভাব

সৃষ্টির কাল হয়ে সাক্ষী আলোক রশ্মি

লালিত মানবের কূলে,

লালসার তৃপ্তি অযুত অগণিত ত্রুটি বিচ্যুতি

কখনও ইচ্ছাকৃত কখনও মনের ভুলে।

প্রার্থনায় ক্ষমায় অনুতাপে আত্মার আত্মতুষ্টি

অনন্ত অসীম মহাকালে যদি মেলে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাত্যহিকে রবীন্দ্রনাথ
পরবর্তী নিবন্ধপরিবার ও প্রাথমিক বিদ্যালয়েও স্বতন্ত্র গ্রন্থাগার থাকা প্রয়োজন