এক যুগ পর রাঙ্গুনিয়া পৌর যুবলীগের সম্মেলন আজ

সভাপতি-সম্পাদক পদে ১৪ প্রার্থী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

দীর্ঘ ১০ বছর পর আজ শনিবার রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে পৌরসভা যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এলাকায় শোভা পাচ্ছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও পোস্টার। দলীয় নেতাকর্মীদের মধ্যে ফুটে উঠেছে চাঙ্গাভাব। সভাপতি ও সম্পাদক হওয়ার আশায় অনেকেই ধর্না দিচ্ছেন শীর্ষ নেতাদের কাছে। ফেসবুকেও প্রার্থীদের কর্মী-সমর্থকরা সরব প্রচারণা চালাচ্ছেন। কারা হচ্ছেন আগামী পৌর যুবলীগের কর্ণধার এই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ইতিমধ্যেই সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী সম্মেলন প্রস্তুতি কমিটির কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সভাপতি পদে মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন, মো. এহসান হাবিব, জসিম উদ্দিন, ইউসুফ রাজু ও জমির উদ্দিন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান সিনিয়র সহ সভাপতি আজম তালুকদার, মো. সাইফুদ্দিন, সিরাজুল ইসলাম, প্রকৌশলী মো. ফারুক, নুরুল আওয়াল, জাহেদ হোসেন, নুরুল আবছার, মো. সাইফুদ্দিন ও শুভজিৎ শুভ। দলের নেতাকর্মীরা জানান, সর্বশেষ গত ২০১১ সালে রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ১০ বছর পর আজ শনিবার বিকেলে উপজেলা মুক্তমঞ্চে পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে উদ্বোধক হিসেবে থাকবেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। প্রধান অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। বিশেষ অতিথি থাকবেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খান, উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তড়িৎ কান্তি দে। প্রধান বক্তা থাকবেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ। সভাপতিত্ব করবেন পৌরসভা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আজম তালুকদার ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবু জাফর।
নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যুবলীগের শীর্ষ নেতারা বলছেন যাঁরা মাঠে সব সময় নেতাকর্মীদের পাশে থাকেন, যারা দুঃসময়ে দলের পাশে ছিলেন তাদেরকেই পৌর যুবলীগের সভাপতি ও সম্পাদকের পদ দেওয়া হবে। এক্ষেত্রে রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে জানান নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজ হোসেন বলেন, দীর্ঘদিন পর রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের সম্মলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে হাজার হাজার যুব নেতাদের সমাগম ঘটবে। একে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী বলেন, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মেধাবী, ত্যাগী এবং পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে তিনি জানান।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ বলেন, আমরা সবাই তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং তাঁর নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছি। এর ফলে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ এখন চট্টগ্রামে একটি মডেল হয়ে দাঁড়িয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু বলেন, দীর্ঘদিন পর পৌরসভা যুবলীগের সম্মেলন হচ্ছে। সম্মেলনকে ঘিরে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে। সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে অনেকেই প্রার্থী হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর পদে কে পাচ্ছেন আওয়ামী লীগের সমর্থন
পরবর্তী নিবন্ধবাঙালির বঙ্গবন্ধু ছিলেন রাশিয়ারও প্রকৃত বন্ধু : লাভরভ