এক মাস সাহানার গান-কথা বন্ধ!

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

খবরটা নিঃসন্দেহে সাহানা বাজপেয়ীর ভক্তদের কষ্ট দেবে। তাঁদের প্রিয় শিল্পী এক মাসের জন্য কথা বলতে পারবেন না। তার মানে গানও গাইতে পারবেন না তিনি। প্রতিদিনই গান গাওয়া, আড্ডাবাজ সাহানাকে পালন করতে হবে এক মাসের ‘মৌনব্রত’। নিজেই ফেসবুকের দেওয়ালে একথা জানিয়েছেন সাহানা বাজপেয়ী। গত শুক্রবার ফেসবুকে দুই বাংলার সুপরিচিত সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী লিখেছেন, আমার গলায় স্ট্রোবোস্কোপিক পরীক্ষা হয়। পরীক্ষার ফলাফলে জানতে পারি, আমার ভয়েস বক্সে হেমারেজ হয়েছে। আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে গলাকে। প্রায় এক মাস গান গাইতে পারব না, কথা বলতে পারব না, চিৎকারও করতে পারব না। আমার এই অবস্থায় দয়া করে আপনারা আমার পাশে থাকুন।

পূর্ববর্তী নিবন্ধচেম্বারের বিসিই ও চবির বিবিআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধ‘হুমায়ুন আহমেদকে নিয়ে যা ইচ্ছে তাই করবেন না’