‘হুমায়ুন আহমেদকে নিয়ে যা ইচ্ছে তাই করবেন না’

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন বলেছেন, হুমায়ুন আহমেদকে নিয়ে অনেকে গবেষণা করছেন। অনেকেই তাঁকে নিয়ে চর্চা করছেন। খবর বাংলানিউজের।সেই চর্চাটা বাড়ুক। সবাই তার সম্পর্কে জানুক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হুমায়ুন আহমেদকে নিয়ে পিএইচডি হচ্ছে। তাকে নিয়ে ভুল কোন চর্চা না হোক এটা আমার প্রত্যাশা। কারণ হুমায়ুন আহমেদ বাংলাদেশের সম্পদ, সে সম্পদ নিয়ে ভালো মতো চর্চা হোক। হুমায়ুনহীন হুমায়ুন আহমেদের জন্মদিন হলো ১০ বার। গতকাল শনিবার গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মদিন উপলক্ষে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তার সঙ্গে শিশু পুত্র নিশাত ও নিনিদসহ নুহাশপল্লীর স্টাফ এবং হুমায়ূন আহমেদের ভক্তরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে কবর জিয়ারত, দোয়া ও পুষ্পস্তক অর্পণ করে দুই পুত্রকে নিয়ে কেক কাটেন শাওন। তাছাড়া সকাল থেকেই ভক্তরা দুর-দূরান্ত থেকে এসে প্রিয় লেখকের কবরে শ্রদ্ধা জানান এবং নুহাশ পল্লী ঘুরে দেখেন। মেহের আফরোজ শাওন বলেন, যারা হুমায়ুন আহমেদকে ভালোবাসেন, যারা হুমায়ুন আহমেদের পাঠক, হুমায়ুন আহমেদের নাটকের-সিনেমার দর্শক, হুমায়ুন আহমেদের গানগুলো যারা ভালোবাসেন, তারা হুমায়ুন আহমেদকে আজীবন ভালোবেসে যাবেন। তারাই পরবর্তী প্রজন্মের কাছে হুমায়ুন আহমেদের লেখা ও সৃষ্টিকর্ম তুলে ধরবেন। এটাই আমার এবং আমাদের পরিবারের আজীবনের প্রাপ্তি হবে।

পূর্ববর্তী নিবন্ধএক মাস সাহানার গান-কথা বন্ধ!
পরবর্তী নিবন্ধগায়ক থেকে অভিনেতা