এক দিনে শনাক্ত বেড়ে ৪শর বেশি

| বুধবার , ২০ অক্টোবর, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

দেশে এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা চার দিন পর আবার চারশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন সারা দেশে ১০ জনের মৃত্যু হয়েছিল আর ৩৩৯ জন নতুন রোগী পাওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। খবর বিডিনিউজের।
পাঁচ মাস পর গত ১৫ অক্টোবর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চারশর নিচে নেমে এসেছিল। পরদিন তা তিনশরও নিচে নেমে আসে। এরপর রবি ও সোমবার যথাক্রমে ৩১৪ এবং ৩৩৯ জন রোগী শনাক্ত হয়। গতকাল তা আবার চারশ ছাড়াল। সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৬৯৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবারণা উপলক্ষে যান চলাচলে সিএমপির নির্দেশনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত ১৩, মৃত্যু ১