একুশ আমার প্রতিদিনের স্বপ্নবোনা দিন,
গ্রামের আলপত্রে হেঁটে হেঁটে তুলেছি শ্লোগান
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই’ তখন বুঝিনি এতোটা মর্মার্থ তার।
এখনও বুঝিনা রক্তে কেনা ভাষার সম্মান, তাই দেখি
চারদিকে সবখানে মাতৃভাষা নয়, বিজাতীয়
ভাষার ছড়াছড়ি, কৃত্রিম ভালোবাসা।
বায়ান্নের একুশ, রক্ত রঞ্জিত হলো ঢাকার রাজপথ
শহীদ হলেন- সালাম, রফিক, সফিক আর জব্বার।
সে রক্তের আকরে অঙ্কিত হলো লাল-সবুজ পতাকা,
ঊনিশ’র একাত্তর, যুক্ত হলো ত্রিশ লক্ষ শহীদের নাম,
বিশাল বঙ্গোপসাগরের বুকে জেগে উঠলো- বাংলাদেশ।
এখনও ভারি হয় বুক- কষ্টে জাগি রাত,
শুনি আর্তনাদ, একুশের রক্ত ঋণ হয়নি পরিশোধ।