একুশের ছড়া

ইকবাল বাবুল | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

থাকলো না কেউ চুপটি করে যায়নি ভীরুর দলে
বুকের ভেতর তপ্ত বারুদ উঠলো তাদের জ্বলে।
উৎসমূলে এমন করে কে দিতে চায় টান ?
যেই করে হোক রাখতে হবে মায়ের ভাষার মান।
তাই তো সেদিন রফিক সালাম উঁচিয়ে তাদের হাতই
অগ্নিঝরা শ্লোগান মুখে হয় মিছিলের সাথী
কী এক তাদের তেজস্বী ভাব অসীম সাহস বুকে
ভয়,দ্বিধাহীন কদম ফেলে যায় ছুটে সম্মুখে
কাঁপলো না পা যেতে —
দীপ্ত তরুণ গুলির কাছে বুক দিয়ে দেয় পেতে
রক্তে তখন লাল হয়ে যায় পীচঢালাপথ পুরো
ভাবতে গেলেই সেই স্মৃতি আজ যাই হয়ে খুব মূঢ় !
করলো না কেউ প্রাণের মায়া, কেউ হলো না ভীত
অন্যরকম গর্বে তাদের বুক ছিলো স্ফীত
শির ছিলো ঠিক বীরের মতো হয়নি মোটেই নত
কে তাদের আর রুখবে বলো হয় যদি উদ্ধত
প্রতিজ্ঞাতে থাকলো দৃঢ়, নড়লো না একচুল
একুশ মানে বীর বাঙালির অহংকারের মূল ।

পূর্ববর্তী নিবন্ধএকুশ তুমি
পরবর্তী নিবন্ধগৌরব ও চেতনার মহান একুশ