মাঝ আকাশে তীব্র ঝাঁকুনিতে কাতার এয়ারওয়েজের প্লেন, আহত ১২

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

দোহা থেকে আয়ারল্যান্ড যাওয়ার সময় মাঝ আকাশে এবার তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) শিকার হয়েছে কাতার এয়ারওয়েজের একটি প্লেন। এতে ১২ জন আহত হলেও প্লেনটি নিরাপদে এবং নির্দিষ্ট সময়ে ডাবলিন বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে। ডাবলিন বিমানবন্দর থেকে রোববার এতথ্য জানানো হয়। বলা হয়, ফ্লাইট কিউআর ০১৭, একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ডাবলিন সময় ঠিক দুপুর ১টার একটু আগে নিরাপদে অবতরণ করে। খবর বিডিনিউজের।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানবন্দরে অবতরণের পরপরই জরুরি সেবাদানকর্মীরা সেটির ভেতরে যান। যাদের মধ্যে বিমানবন্দর পুলিশ এবং আমাদের অগ্নিনির্বাপক বাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা ছিলেন। প্লেনটি তুরস্কের আকাশে থাকার সময় টার্বুলেন্সের শিকার হয় এবং ছয় জন যাত্রী ও ছয় জন ক্রু মিলে মোট ১২ আরোহী আহত হন। আইরিশ সমপ্রচার মাধ্যম আরটিই ডাবলিন বিমানবন্দরে পৌঁছানো যাত্রীদের বরাত দিয়ে জানায়, ২০ সেকেন্ডের বেশি সময় ধরে টার্বুলেন্স স্থায়ী হয়েছিল এবং ঘটনার সময় ক্রুরা যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করছিলেন। এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তারা ইমেইলের উত্তর দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধপাপুয়া নিউগিনিতে ভূমিধসে ৬৭০ জনের প্রাণহানির শঙ্কা জাতিসংঘের
পরবর্তী নিবন্ধতেল আবিবে বড় আকারে হামাসের রকেট হামলা