এই বেদনা সেইতো বুঝে

মনজু আলম | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

দুইটি বর্ণ একটি শব্দ, বাবা

আমার যত শক্তি সাহস

পেয়েছি যা খ্যাতি ও যশ,

শাসন বারণ কী যে মায়া

সব কিছুতেই তাঁহার য়ায়া,

যাঁর বিহনে একটি পলও

যায়নি তো হায় ভাবা

দুইটি বর্ণ একটি শব্দ, বাবা।

কতো রকম ত্যাগ তিতিক্ষার

গল্প বাবার আছে,

একটুও না বুঝতে দিতেন

পরিবারের কাছে!

বাবার চাওয়া জ্ঞান গরিমায়

আলোকিত হই,

সত্য ন্যায় আর মানবতার

পক্ষে যেনো রই।

আজ সে বাবা দূর আকাশে

জ্বলজ্বল এক তারা

এই বেদনা সেইতো বুঝে

হায়! যে পিতৃহারা!

পূর্ববর্তী নিবন্ধনীল কষ্টের বিলাপ
পরবর্তী নিবন্ধআষাঢ়ী মেঘ