এই দিনে

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

১১৩৫ ইহুদি দার্শনিক মাইমোনিডিজএর জন্ম।

১৭৪৬ স্পেনীয় চিত্রশিল্পী ফ্রান্‌থিস্‌কো গোইয়ার জন্ম।

১৮১২ কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

১৮৪৪ ফরাসি কবি পল ভেরলেনএর জন্ম।

১৮৫৩ ওলন্দাজ চিত্রশিল্পী ভ্যান গখএর জন্ম।

১৮৫৬ পারি শান্তি চুক্তির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের (১৮৫৩৫৮) অবসান ঘটে।

১৮৭০ বসুমতী সম্পাদক ও গ্রন্থকার সুরেশচন্দ্র সমাজপতির জন্ম।

১৮৭৬ ফরাসি রসায়নবিদ আঁতোয়ান ঝেরম্‌ বালারএর মৃত্যু।

১৮৯৯ আইনজীবী ও ব্যাডক্লিফ কমিশনের প্রধান সিরিল জন ব্যাডক্লিফের জন্ম।

১৮৯৯ সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৯১৪ বিজ্ঞানী জন হেনরি পোয়িনটিংএর মৃত্যু।

১৯১৯ কবি সিকান্দার আবু জাফরের জন্ম।

১৯২৫ অস্ট্রীয় সমাজদার্শনিক রুডল্‌ফ্‌ স্টেইনারএর মৃত্যু।

১৯৩০ চীনে বামপন্থি চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

১৯৪১ বিজ্ঞানী হার্বাট ম্যাঙ ফিনলে ফ্রুন্ড লিখএর মৃত্যু।

১৯৪২ স্ট্যাফোর্ড ক্রিপ্‌স্‌এর ভারত সংক্রান্ত ঘোষণা প্রকাশিত হয়।

১৯৫০ ফরাসি রাজনীতিজ্ঞ লেয়ঁ ব্লুম্‌এর মৃত্যু।

১৯৫৮ বিজ্ঞানী স্যার জেমস সুইন বর্নের মৃত্যু।

১৯৫৬ নোবেলজয়ী (১৯৫০) মার্কিন চিকিৎসক ফিলিপ হেন্‌চ্‌এর মৃত্যু।

১৯৫৬ শিশু সাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু।

১৯৬৫ কথাসাহিত্যিক ও রাজনীতিক সতীনাথ ভাদুড়ীর মৃত্যু।

১৯৭১ শিক্ষাবিদ জ্যোতির্ময়গুহ ঠাকুর নিহত হন।

১৯৮৬ মেঙিকোতে বিমান দুর্ঘটনায় ১৭০ জন যাত্রী নিহত।

১৯৯২ সত্যজিৎ রায় অস্কার পুরস্কার লাভ করেন।

২০০২ খ্যাতনামা ভারতীয় কবি, গীতিকার ও সুরকার আনন্দ বঙীর মৃত্যু।

২০১৩ মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যানের মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের বাধ্যতামূলক ক্লাসে উপস্থিত রাখার সুপারিশ কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধদক্ষিণারঞ্জন মিত্র মজুমদার : বাংলা শিশুসাহিত্যে রূপকথার জাদুকর