এইচএসসিতে বৃত্তির তালিকা প্রকাশ

| শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষাবোর্ড। এগুলোর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা, সিলেট, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে। পাবলিক এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবছর সবগুলো শিক্ষা বোর্ড মিলে ১০ হাজার ৫০১ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন। এর মধ্যে একহাজার ১২৫ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন। মেধাবৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। খবর বিডিনিউজের।
করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়নি। জেএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের এইচএসসির ফল প্রকাশ করা হয়। আর এইচএসসির ফলাফলের ভিত্তিতেই দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। এবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে মোট ৩ হাজার ১২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। মেধাবৃত্তি পেয়েছে ৪২৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ হাজার ৭০০ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে ২১৪ জন, মানবিক বিভাগ থেকে ১০৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১০৭ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। আর সাধারণ বৃত্তি পেয়েছেন বিজ্ঞান বিভাগের ১ হাজার ৩৫০ জন, মানবিক বিভাগের ৬৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৬৭৫ জন শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধখামার থেকে জ্বালানির জোগান
পরবর্তী নিবন্ধহালদায় ৫ হাজার মিটার ‘ঘেরা জাল’ জব্দ