হালদায় ৫ হাজার মিটার ‘ঘেরা জাল’ জব্দ

| শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

প্রজনন মৌসুমকে সামনে রেখে হালদায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা থেকে রাত ১০ টা পর্যন্ত সাত্তারঘাট থেকে উত্তর মেখলসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। খবর বাংলানিউজের। এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এখন হালদায় ডিম ছাড়ার মৌসুম। মা মাছ ডিম ছাড়তে হালদায় আসা শুরু করেছে। মা মাছ শিকারের জন্য চোরা শিকারীরাও এখন তৎপর ইফতার এবং সেহরির সময়ে। তিনি বলেন, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ রক্ষায় ইফতারের পর উপজেলা প্রশাসনের এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসিতে বৃত্তির তালিকা প্রকাশ
পরবর্তী নিবন্ধলকডাউনে জরুরি প্রয়োজনে ভারতের ভিসা নেওয়া যাবে