উপমহাদেশে কওমী মাদরাসা শিক্ষার ইতিহাস ও ঐতিহ্য খুবই উজ্জ্বল

সুধী সমাবেশে এমপি নদভী

| বৃহস্পতিবার , ১ ডিসেম্বর, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুর পুরান রামগড় বাগান বাজার ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার উদ্যোগে ‘মাদারিসে ক্বওমিয়ার ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক সেমিনার এবং রামগড় বলিপাড়া ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার উদ্যোগে ওলামা ও সুধী সমাবেশে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, উপমহাদেশের কওমী মাদরাসা শিক্ষার ইতিহাস ও ঐতিহ্য খুবই উজ্জ্বল। কওমী ওলামায়ে কেরামের কর্ম তৎপরতা কেবলমাত্র শিক্ষাসংস্কৃতির মাঝেই সীমাবদ্ধ থাকেনি বরং উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম উম্মাহর মাঝে ব্যাপক জাগরণ সৃষ্টিতে অবদান রেখেছেন। বিভিন্ন চ্যালেঞ্জ আর ষড়যন্ত্র মোকাবেলা করে যাঁর নেতৃত্বে কওমীদের এতো বড় অর্জন তিনি হচ্ছেন আল্লামা শাহ আহমদ শফী দা.বা.

উপস্থিত ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান প্রদীপ কুমার কারবারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, রামগড় পৌরসভা মেয়র রফিকুল আলম কামাল, পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, বাগান বাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু, মাওলানা মুহাম্মদ আমিন নদভী, . মাওলানা মুহাম্মদ মোজাফফর নদভী, মাওলানা কাজী করিমুল হক, বনফুল অ্যান্ড কোং পরিচালক আব্দুল শুক্কুর, মো. বেলাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর ঢাকা সমিতির বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রতি তিনজন ডায়াবেটিস রোগীর মধ্যে একজনের জিনগত পরিবর্তন এসেছে