উপজেলায় শনাক্তের হার দ্বিগুণের বেশি

চট্টগ্রামে ১৫ মাসে ৫ লাখ নমুনা পরীক্ষা ।। করোনায় মোট মৃত্যু ৭১১ জন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ জুলাই, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ১৫ মাসে ৫ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনাভাইরাস শনাক্তের গড় হার মহানগরের তুলনায় উপজেলা পর্যায়ে দ্বিগুণেরও বেশি।
গত শুক্রবার ১ হাজার ৪৮টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরো ২৬২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় ২০.০৭ শতাংশের পজিটিভ শনাক্ত হয়েছে এদিন। এ নিয়ে বেশ কয়দিন ধরেই চট্টগ্রামে শনাক্তের হার ২০ শতাংশের ঊর্ধ্বে। নতুন শনাক্ত ২৬২ জনসহ চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা এখন ৬০ হাজারের ঘরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯৯৯ জনে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মাঝে আরো ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আক্রান্তদের মাঝে ৭১১ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শুক্রবারের ১ হাজার ৪৮টিসহ মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫ লাখ ছাড়াল চট্টগ্রামে। গত বছরের ২৫ মার্চ নমুনা পরীক্ষা কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত (১৫ মাস) মোট ৫ লাখ ৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৯ হাজার ৯৯৯ জনের। হিসেবে চট্টগ্রামে করোনা শনাক্তের গড় হার ১২ শতাংশ।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, মহানগরের ৪ লাখ ৪৮ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৭৪৪ জনের। শনাক্তের হার ১০.৪৩ শতাংশ। উপজেলা পর্যায়ের ৫২ হাজার ২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ২৫৫ জনের। শনাক্তের হার ২৫.৪৭ শতাংশ। হিসেবে মহানগরের তুলনায় উপজেলা পর্যায়ে করোনা শনাক্তের গড় হার দ্বিগুণেরও বেশি।
নতুন ১৩৮ জনসহ এ পর্যন্ত ৪৯ হাজার ৭৪৬ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। হিসেবে আক্রান্তদের ৮২.৯১ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার চট্টগ্রামে করোনা শনাক্ত ২৬২ জনের মধ্যে ১৯৭ জন মহানগরীর এবং ৬৫ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধস্কুল খুলে ছেলে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দেব
পরবর্তী নিবন্ধলন্ডনভিত্তিক ডেটা মাইনিংয়ের শীর্ষ ১০ স্টার্টআপে বাংলাদেশির ‘ওয়াদাটাইম’