উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে

ইফতার অনুষ্ঠানে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড তা যথাযথভাবে বাস্তবায়ন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে যথেষ্ট আন্তরিক। তার আন্তরিকতার ফলে আজ দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে সহায়ক ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল সোমবার নগরীর একটি রেসেঁ্তারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নকারী সরকারি কর্মকর্তাদের সৌজন্যে ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন।
এতে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রমজান আলী প্রামানিক, চট্টগ্রাম এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম আমিরুজ্জামান, শিক্ষা প্রকৌশলীর সুপারিনটেনডেন্ট দেলোয়ার হোসেন মজুমদার, শিক্ষা বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, প্রকৌশলী সুমন সিংহ, পটিয়া উপাজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা ভূমি অফিসার রাজিব হাসান, ওসি রেজাউল করিম মজুমদার, উপজেলা আ. লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, প্রকৌশলী মোহাম্মদ আলী, প্রকৌশলী মোহাম্মদ সুমন, প্রকৌশলী মো. মহসিন, প্রকৌশলী অপু দেব, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, প্রকৌশলী দিলিপ কুমার নাথ, দেবব্রত দাশ, প্রদীপ দাশ, ডা. মিতির বরণ চৌধুরী, বিজন চক্রবর্তী, প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, প্রকৌশলী সুমন তালুকদার, প্রকৌশলী মু. তরিকুল ইসলাম, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভা আ. লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, মো. এহসানুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআফগান রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশহীদ নূতন চন্দ্র সিংহের ৫১তম মৃত্যুবার্ষিকী কাল