আফগান রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় নাসিরাবাদে অবস্থিত আফগান রেস্টুরেন্টকে ১ লাখ ও আগোরা সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ সময় ষোলশহরের কর্ণফুলী কমপ্লেক্সে নিত্যপণ্যের বাজারদর তদারকি ও মূল্য তালিকা যাচাই করা হয়। অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে আগ্রাবাদ ও চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে নিত্যপণ্যের বাজারদর তদারকি ও মূল্য তালিকা যাচাই করা হয়।
এ সময় সরকারি নির্দেশনা মোতাবেক দোকানে মূল্য তালিকা না টাঙ্গানো এবং ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ৬ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়। একই সাথে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
এছাড়া চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত মামলায় নগরীর গুলজার মোড়ের আল আফসা ফাস্ট ফুড অ্যান্ড বিরানী হাউসের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
পরবর্তী নিবন্ধউন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে