উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

| শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

আমি খোকন নাথ (৪০), পিতা প্রয়াত রবীন্দ্র লাল নাথ, পটিয়া হাবিলাসদ্বীপ ইউপি ৪নং ওয়ার্ডের অধিবাসী। আমি ব্রেন টিউমার আক্রান্ত রোগী এবং প্রতিবন্ধীও। স্ত্রীসহ দুই শিশু সন্তানের জনক। কয়েক বছর যাবত সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধী উপকারভোগী ভাতা পেয়ে আসছি। আমার মতো শত শত প্রতিবন্ধীদের প্রধানমন্ত্রী যে সাহায্য-সহযোগিতা করছেন তা আজীবন স্মরণ করে রাখব। এতে আমরা বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছি। এছাড়া দুঃস্থ, অসহায়, বয়স্ক, বিধবা নারী, স্বামী পরিত্যক্তা জনগোষ্ঠীকে মাসিক ভাতা প্রদান অব্যাহত রেখেছেন। যাহা ভুলে যাবার মতো নয়। আজকে যারা সরকারের অভূতপূর্ব উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত তাদেরকে আমরা ঘৃণা আর অপছন্দ করি। আমাদের মতো আরো প্রতিবন্ধীদের খুঁজে বের করে ভাতা প্রদানের ব্যবস্থা করা হোক। গণমাধ্যমের কল্যাণে জানতে পারি যে, প্রতিবন্ধীদের জন্য সাড়ে চারশত কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করবেন আমাদের প্রধানমন্ত্রী। তাই সুষম উন্নয়নের পাশাপাশি আমাদেরকে সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ দলীয় সভানেত্রী এবং মানবতার মা ও ১৭ কোটি মানুষের অভিভাবক শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

– খোকন নাথ (উপকারভোগী), ৪নং ওয়ার্ড, পাঁচুরিয়া, হাবিলাসদ্বীপ ইউপি, পটিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধঋত্বিক ঘটক : আধুনিক শিল্পযাত্রার অন্যতম পথিকৃৎ
পরবর্তী নিবন্ধসাহিত্য চর্চা