সাহিত্য চর্চা

সাইফুল্লাহ্‌ কায়সার | শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

মানুষের জীবন সবচেয়ে বেশি ফুটে ওঠে কোথায়? নিঃসন্দেহে বলা যায়, সাহিত্য আর শিল্পে। সাহিত্য যেন মানুষের জীবনেরই কালি-কলমের আয়না। গল্প-উপন্যাসের পাতায় হোক আর কবিতার ছন্দে ছন্দে, সাহিত্য যেন মানুষের আশা, হতাশা, কষ্ট, ভাগ্য, অসহায়ত্বই ফুটে ওঠে ভিন্ন ভিন্ন মাধ্যমে। আর কবিতা তো অল্প কিছু শব্দে বলে যায় জীবনের কঠিন সব বাস্তবতার কথা, সুখ আর স্বপ্নের কথা। হৃদয়ের লুকানো ব্যথা, মনে ছোটবড় সব সুখ আর উচ্ছ্বাসের ছন্দে ছন্দে অলংকরণ করা হয় কবিতার বইয়ের পাতায় পাতায়। কবির লেখনী যেন সাধারণ মানুষের হৃদয়ের কালিতে সার্থক হয়। সাধারণ সহজ সরল মানুষদের মনের আবেগ আর অনুভূতিকে ভাষা দিতে পারেন কবি। আসুন আমরা বেশি বেশি সাহিত্য চর্চা করি এবং আগামী প্রজন্মকেও সাহিত্য চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করি।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
পরবর্তী নিবন্ধযাপিত জীবন