যাপিত জীবন

লিপি বড়ুয়া | শনিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

জীবনটা ছকে বাঁধা নিয়মে চলছে তো চলছেই, অবলীলায় যেন কাটছে প্রহর গুনে দিনক্ষণ, স্বপ্নেরা নিরন্তর ডানা ঝাপটায় মনের গহীনে -পাখিরা ও সন্ধ্যায় নীড়ে ফেরে- মনে স্বস্তি নিয়ে নিয়মের জালে। মেঘেরা দিন শেষে বিলীন হয়, রাতের জোছনার ভালোবাসার আলিঙ্গনে। ফেরারী মন ঠিকানা খুঁজে -যাপিত জীবনের ছোট্ট সুখের সমীকরণে, নদীর অবিরাম বয়ে চলা অন্তহীন ঢেউয়ের তালে -মাঝি তাঁর জীবনের গল্প লিখে ক্লান্ত দেহে। কখন কোথায় থামে জীবন চলা? যেন নিয়ম একটাই শুধু নিরন্তর ছুটে চলা -এক সময় ক্লান্ত দেহে পড়ে বিষন্নতার ছায়া! এক জীবনে কত রকম ভাঙাগড়া- সময় নেই কারো সে হিসেব কষা-দীর্ঘ জীবন ঘুচিয়ে নেওয়ার জটিলতায়- কবে যে যাওয়ার সময় হয় কেউ কি টের পাই? মৃত্যু যখন দাঁড়ায় সম্মুখে এসে, তখনি কেবল বাড়ে জীবনের মায়া।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্য চর্চা
পরবর্তী নিবন্ধঅসহায় অবহেলিত পথচারী শিশুর অধিকার