উত্তর পদুয়া হরিহর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ৯:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া হরিহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষানুরাগী অর্পণ কুমার ধর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতাষ শীল।

আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, সুমনপ্রিয় বড়ুয়া, সিনিয়র শিক্ষক মো. ইব্রাহিম খলিল, মৌলানা নাছের উদ্দিন, বাদল বড়ুয়া, বিধান বড়ুয়া, পূর্ণিমা বড়ুয়া, মো. নুরুল হামিদ, মো. জামাল উদ্দিন, ছাবের উদ্দিন।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক সম্বল বড়ুয়া, ফনীলাল বড়ুয়া, সঞ্জয় সরকার। ফলাফল সংগ্রহের দায়িত্বে ছিলেন বিধান চন্দ্র বড়ুয়া, সজল কান্তি বড়ুয়া, তাপস সিংহ, সরকারি প্রধান শিক্ষিকা পূর্ণিমা বড়ুয়া। সহযোগিতায় ছিলেন পারভীন আকতার, প্রকাশ চন্দ্র দাশ।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেট লিগে শতদল জুনিয়রের বড় জয়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স শুরু