উত্তর কাট্টলীতে দুদিনব্যাপী বই মেলা শুরু

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদন করে কাট্টলীতে ২য় বারের মত কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। ৩১ মার্চ ও ১ এপ্রিল দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।
বিশেষ অতিথি ছিলেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মো. নুর উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন কাউন্সিলর অধ্যাপক ইসলাম, সাবেক রাজস্ব কর্মকর্তা আবদুস সালাম। উপস্থিত ছিলেন বইমেলা পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ চৌধুরী, সমন্বয়কারী টুনটু দাশ বিজয়, শফিউল আজম, মহিউদ্দিন আহমেদ চৌধুরী, শাহাদাত হোসেন শাহেদ, এ এম ফারুক, আবুল হোসেন চৌধুরী বাবুল, শহীদুল ইসলাম দুলদুল, শোয়েব ইসলাম।
বক্তরা বলেন, যেখানে ভালো যা কিছু সুন্দর, যা কিছু শ্বাশত সব কিছুর সাথে কাট্টলীবাসী আছে। সেই ধারাবাহিকতায় এই বই মেলা ২য় বারের মতো অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানিয়াচর
পরবর্তী নিবন্ধক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতায় মুগ্ধতা