উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১০ পূর্বাহ্ণ

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৩ জন। আহত দুইজনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক এ দুর্ঘটনা ঘটে। এদিকে গতকাল দুপুর ১২টার দিকে উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ সংলগ্ন গ্রামীণ সড়কে মিনি ট্রাকের ধাক্কায় নাহিদুল ইসলাম নামে এক শিশুর (৬) নিহত হয়েছে। নিহত নাহিদ সিকদারবিল গ্রামের নুরুল ইসলামের ছেলে। একইদিন দুপুর ১ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কোটবাজার বটতলী এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে ও অপর ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলো, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং গ্রামের আবু সওদাগর (২৯) ও তুলাবাগান এলাকার কলেজ ছাত্র মো. তারেক (২০)। আহতদের মধ্যে আবুল হোসেন ও নুরুল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে উখিয়া স্বাস্থ্য কমপ্লেঙের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন জানান। আহত জাহাঙ্গীর আলম (২২) নামে একজন উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, পৃথক দুর্ঘটনায় নিহতদের আইনী প্রক্রিয়া শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসবুজবাগের ত্রাস সাব্বির সহযোগীসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপুঁইছড়ি গোবিন্দ খালে বিকল্প সড়কে গাড়ি আটকে যানজট