পুঁইছড়ি গোবিন্দ খালে বিকল্প সড়কে গাড়ি আটকে যানজট

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১১ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়ি প্রধান সড়কে গোবিন্দ খালের উপর নির্মিত ব্রিজের বিকল্প সড়কে লোহা বহনকারী একটি ট্রাক আটকে গিয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম থেকে পেকুয়া উপজেলা অভিমুখী লোহা বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১১-৩৩৭৬) সড়কে আটকে গেলে বিকল্প সড়কের দুই প্রান্তে শত শত যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্ট দীর্ঘ যানজটে ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। এ সময় যাত্রী ও সাধারণ জনগণ সওজকে দোষারোপ করে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, পুঁইছড়ি গোবিন্দ খালের উপর দোহাজারী সড়ক ও জনপদ বিভাগের অধীনে কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণের কাজ চলছে। পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য মো: জহিরুল ইসলাম বলেন, গোবিন্দ খালের উপর প্রধান সড়কে নির্মিত ব্রিজের বিকল্প সড়কটি নিচু হয়েছে। তাছাড়া মাটি ফেলাতে ইট, কনক্রিট কম হওয়ায় বৃষ্টির মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে। বিকল্প সড়কটি দ্রুত সংস্কার না হলে সামনে বর্ষা মৌসুমে যানবাহন আটকে গিয়ে আরো ভোগান্তি পোহাতে হবে বলে তিনি জানান। এ ব্যাপারে দোহাজারী সড়কও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, পুঁইছড়ি গোবিন্দ খালের উপর প্রধান সড়কের ডাইভারশনে গাড়ি আটকে যাওয়ার খবর পেয়েছি। আমরা দ্রুত যানজট কমিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধহালদা থেকে ৩শ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ