ঈদ-নববর্ষ মিলিয়ে ছয় দিন ছুটির আশা

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:১৫ পূর্বাহ্ণ

এবার রোজার ঈদ ও বাংলা নববর্ষ কাছাকাছি সময়ে আসায় ছয়দিন ছুটি ভোগ করার সুযোগ তৈরি হতে পারে। ২৯টি রোজা হলে এই ছয় দিন ছুটি মিলবে। তবে যদি ৩০টি রোজা হয়, তাহলে ছুটি মিলবে পাঁচ দিন। অবশ্য রোজা ৩০টি পূর্ণ হবে ধরে নিয়ে সরকারি ছুটির তালিকায় এবার ১১ এপ্রিল রোজার ঈদের ছুটি ঠিক করে রাখা হয়েছে, সেদিনটি থাকবে বৃহস্পতিবার। খবর বিডিনিউজের।

ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকলেও ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তাকর্মচারীরা। সেই হিসাবে ঈদের মূল ছুটি থাকছে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার)। পরদিন ১৩ এপ্রিল শনিবারও সাপ্তাহিক ছুটি। তার পরের দিন আবার ১৪ এপ্রিল রোববার বাংলা নববর্ষের ছুটি। সে হিসেবে এবারের ঈদে কমপক্ষে পাঁচদিন টানা ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। তবে ২৯ রোজার পর ঈদ হলে ছুটি আরও একদিন বেড়ে যাবে। সেক্ষেত্রে সরকারি নির্বাহী আদেশে ছুটি শুরু হবে ৯ এপ্রিল মঙ্গলবার থেকে। সব মিলিয়ে ঈদে ছুটি হয়ে যাবে মোট ছয়দিন।

পূর্ববর্তী নিবন্ধযেভাবে জাহাজগুলো জলদস্যুর কবলে পড়ে
পরবর্তী নিবন্ধনিজ বাসায় শিল্পী সাদী মহম্মদের ঝুলন্ত লাশ