ঈদ আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে

রাউজানে ঈদ উপহার সামগ্রী বিতরণে জেলা গভর্নর লায়ন মহিউদ্দিন চৌধুরী

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে রাউজান পাহাড়তলীর মহামনিস্থ সতীশ ভিলায় সম্প্রতি ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ ও নবর্বষের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ঈদ আনন্দ শুধু সামর্থ্যবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে, ঈদ আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, মানুষে মানুষ সৌহার্দ্য ঈদ হোক। তিনি নববর্ষের ভিনদেশি সংস্কৃতি বাদ দিয়ে দেশীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলার আহ্বান জানান।

প্রাক্তন জেলা গভর্নর ও অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও গ্রামের মানুষের সাথে ঈদ ও নববর্ষের সামান্য উপহার দিতে পেরে খুশি। গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য হাসপাতাল নির্মাণাধীন, এটি প্রস্তুত হয়ে গেলে গ্রামের মানুষের কষ্ট করে শহরে গিয়ে চিকিৎসাসেবা নিতে হবে না। পাশাপাশি আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে ঈদ ও নববর্ষের আগাম শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জোন চেয়ারম্যান লায়ন জহির উদ্দিন হেলাল, ক্লাব সভাপতি লায়ন হেলাল উদ্দিন, সহ সভাপতি লায়ন মিরাজুর রহমান, সচিব লায়ন মো. শাহরিয়ার ইকবাল, লায়ন দেলোয়ারা বেগম, লায়ন ফারাহ সুলতানা, লিও ক্লাব সভাপতি সৌরভ বড়ুয়া, লিও হাসনাত, লিও লাবনী, লিও আরিফ, লিও সোহেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে আগুনে পুড়ল ৫ বসতঘর
পরবর্তী নিবন্ধশাহ আমানত সেতু এলাকা থেকে ছয় চাঁদাবাজ গ্রেপ্তার