ঈদের আনন্দ

মিতা দাশ | রবিবার , ১ মে, ২০২২ at ৭:৩৯ পূর্বাহ্ণ

স্কুলে পড়ার সময় ঈদের দিনে দল বেঁধে ক্লাসের সকলে একসাথে বান্ধবীদের বাসায় বাসায় ঘুরে ঘুরে আনন্দ করা হতো সারাদিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।এটাই হলো ঈদের শ্লোগান। ঈদে সকলে এক হয়ে যাওয়া,আনন্দ ভাগাভাগি করে নেওয়া,সকল বৈষম্য ভুলে গিয়ে কোলাকুলি করা এগুলো দেখে খুবই ভালো লাগতো।সকলে সুন্দর পোশাক পরে আনন্দ নিয়ে মজার একটা দিন কাটানো হতো। বান্ধবীদের বাসায় গিয়ে বড়দের সালাম করে পাওয়া যেত সেলামীর টাকা। টাকাগুলো থাকতো নতুন চকচকে। কি মজা হতো! দোকান থেকে কত কি কেনা হতো। আজো ঈদ আসে, হয় ঘোরাঘুরি, নানা কলিগদের বাসায় বেড়াতে যাওয়া হয়, কিন্তু ছোটবেলার ঈদের মজা গুলোই কেমন যেন বেশি আনন্দের বলে মনে হয় আজো। তবে ঈদ নিয়ে আসে সকলের মাঝে ভালোবাসার, প্রীতির, ত্যাগের মহিমার বার্তা। সকলের মধ্যে বিভেদ দূর করে দিয়ে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে সকলকে। ঈদ সকলের মাঝে আনন্দ ছড়িয়ে দিক, সুখের বার্তা থাকুক সকলের জীবনে। ধনী গরীব সব ভেদাভেদ দূর করে দিয়ে ধরনীতে আনুক শান্তি ও মৈত্রী। প্রতি ঘরে ঘরে ঈদে আসুক আনন্দের ও সুখময় একটা উজ্জ্বল দিন।

পূর্ববর্তী নিবন্ধঈদ হোক সমপ্রীতির
পরবর্তী নিবন্ধশৈশবের ঈদ