ইয়েমেনে সৌদি জোটের হামলায় ৯২ হুতি নিহত

| রবিবার , ২৪ অক্টোবর, ২০২১ at ৯:০০ পূর্বাহ্ণ

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হুতি বিদ্রোহীদের অন্তত ৯২ সদস্য নিহত হয়েছে। গতকাল শনিবার সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবর বাংলানিউজের। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ইয়েমেনের কৌশলগত শহর মারিবের কাছে দুই জেলায় ১৬টি সামরিক যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বিপুল ক্ষয়ক্ষতি ও হামলায় ৯২ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সৌদি জোট। তবে ইরান-সমর্থিত হুতিরা ক্ষয়ক্ষতির বিষয়ে ও নিহতের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি। গত দুই সপ্তাহ ধরে মারিবের আশপাশের এলাকায় হামলার খবর জানানো হচ্ছে জোটের পক্ষ থেকে। সর্বশেষ হামলা চালানো দুই জেলা হলো, আল-জুবাহ ও আল-কাস্‌সারাহ। এর মধ্যে আল-জুবাহ মারিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে ও আল-কাস্‌সারাহ ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ২০১৪ সালে হুতিরা মারিব থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে রাজধানী সানা দখল করলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজারও বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব। শহরটি দখলে ফেব্রুয়ারি থেকে জোরেশোরে অভিযান শুরু করে হুতিরা। মাঝে হামলা কিছুটা কমলেও সেপ্টেম্বর থেকে আবার নতুনভাবে আক্রমণ শুরু করেছে তারা। মারিবে সংঘাত থেকে বাঁচতে পালিয়ে যাওয়া ইয়েমেনের অসংখ্য নাগরিক সাহায্যের জন্য অপেক্ষা করছেন। ইয়েমেনের গৃহযুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ মারা গেছে। বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। জাতিসংঘ বলছে, মারিবে সংঘটিত সংঘাতের কারণে গত মাসে ১০ হাজারের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট বলে অভিহিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধরাজপ্রাসাদে জাপানি রাজকুমারীর শেষ জন্মদিন
পরবর্তী নিবন্ধঅবশেষে চলে এলো রেজারের স্মার্ট ফেইস মাস্ক ‘জেফির’