ইসলামের সঠিক দর্শন প্রচার করেন সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.)

কনফারেন্সে বক্তারা

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত মাহবুবে সুবহানি হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.) স্মরণে ইমামুল আউলিয়া গাউসুল আযম কনফারেন্স গত রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেছেন, নবী রাসূলের পর যুগে যুগে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ এবং আউলিয়ায়ে কেরাম। আর ইসলামের সঠিক দর্শন প্রচারে অতুলনীয় অবদান রাখেন গাউসুল আযম সৈয়দ আবদুল কাদের জিলানী (রা.)।

আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ার উদ্যোগে অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত গাউসুল আযম কনফারেন্সে সভাপতিত্ব করেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী।

মাওলানা কাযী শফিউল আজমের সঞ্চালনায় গাউসুল আযম জিলানী (রা.) এর জীবন কর্ম দর্শনের ওপর কনফারেন্সে আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. সাইয়্যেদ আবদুল্লাহ আল মারুফ, শব্বির আহমদ মোমতাজী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ড. অধ্যক্ষ আল্লামা একে এম মাহবুবুর রহমান, মাওলানা স উ ম আবদুস সামাদ, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, অধ্যক্ষ ড. আল্লামা আবদুর রাজ্জাক, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, সৈয়দ মোহাম্মদ মুজাহিদ, অধ্যক্ষ আল্লামা মুখতার আহমদ, অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা জহির উদ্দিন ইলিয়াছ, অধ্যক্ষ ড. আল্লামা ইছমাইল নোমানী, অধ্যক্ষ আল্লামা আবদুল গফুর রিজভি, অধ্যক্ষ আল্লামা আবুল ইরফান মুহাম্মদ লোকমান চিশতি, উপাধ্যক্ষ আল্লামা শাহ আলম, অধ্যক্ষ আল্লামা আমির আহমদ আনোয়ারী, ইয়াসিন আনসারী আল মাদানী, অধ্যক্ষ আল্লামা ছালেহ আহমদ আনছারী, শাহজাদা মাওলানা সৈয়দ জুন্নুরাইন, অধ্যক্ষ আল্লামা হাফেজ রিদুয়ানুল হক হক্কানী, আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ইউসুফ আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা আবুল কাশেম, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ গিয়াসুদ্দিন, অধ্যক্ষ আল্লামা মাকসুদুর রহমান, অধ্যক্ষ আল্লামা আহসান উল্লাহ, অধ্যক্ষ আল্লামা নাজমুল হুদা, মাওলানা শফিউল আলম আজিজি, মাওলানা মুহাম্মদ আবদুন নবী, অধ্যাপক মোহাম্মদ আজগর, শাহজাদা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলা সাহিত্যের সকল শাখায় অশোক বড়ুয়ার অনবদ্য বিচরণ ছিল
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না