ইসলামের উন্নয়নে প্রশংসনীয় কাজ করছে সরকার

মহাত্মা সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপিজামাত ভণ্ড ও মোনাফেকদের রাজনৈতিক দল। ২০০১ সালে ইসলামের নামে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতায় এসে বিএনপিজামাত ইসলামের পক্ষে কোনো কাজ করে নাই, বরং তারা ইসলাম বিরোধী নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী এতিমদের টাকা আত্মসাৎ করেছে, যা আদালতে প্রমাণিত হওয়ায় আদালত তাকে শাস্তি প্রদান করেছে। প্রধানমন্ত্রীর ছেলে হাওয়া ভবন তৈরি করে মানুষের অর্থসম্পদ লুণ্ঠনসহ নানা ইসলাম বিরোধী কার্যক্রমে জড়িত ছিল। কিন্তু বর্তমান সরকার দেশে ৫৬০টি মডেল মসজিদ তৈরিসহ ইসলামের উন্নয়নে প্রশংসনীয় কাজ করে আসছে। বর্তমান সরকারের সময় সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম অবাধে ও স্বাধীনভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন করছে। তিনি সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে সকলকে ধর্মীয় মূল্যবোধের সাথে জীবনযাপন করার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে ঢাকার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘২০তম মহাত্মা সম্মেলন’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করার আহ্বান জানান।

চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ্‌ের (মা.জি..) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুর ইসলাম খান ও কবি মোসতাক আহমেদ। অনুষ্ঠানে ১০ জনকে রাহে ভান্ডার এনোবল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আলোচনা শেষে দেশজাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে পুড়ল ১০ বসতঘর, প্রতিবন্ধী নারী দগ্ধ