ইলিয়াস আলীকে আমরাও ‘খুঁজে বের করার’ চেষ্টা করছি : র‌্যাব

| শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে ‘গুম করা হয়েছে’ দাবি করে সুইডেনভিত্তিক সংবাদ মাধ্যম ‘নেত্র নিউজ’ এর প্রতিবদন ‘ভিত্তিহীন’ বলেছে এই এলিট বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বের করার। এক প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র বলেন, ইলিয়াস আলীর বিষয়ে নেত্র নিউজ নামের সংবাদমাধ্যমটি যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে, র‌্যাব মনে করে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। খবর বিডিনিউজের। রাদার আমরা বলব, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না উনার স্ত্রী যখন র‌্যাবের কাছে এসেছিলেন, তখন তাকে সর্বোচ্চ আইনগত সহায়তা দেবার চেষ্টা করেছে র‌্যাব। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানীতে আমতলী এলাকার কাছ থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ইলিয়াস। ইলিয়াস অন্তর্ধানের দশক পূর্তিতে গত সোমবার বিএনপির এক সভায় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেন, আমরা প্রতিটি মুহূর্ত তার ফেরার অপেক্ষায় আছি।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে চালু হচ্ছে লক্ষ্মীছড়ার দুটি ব্রিজ
পরবর্তী নিবন্ধচেনা জগৎকে ছবিতে দেখা