ইমাম মুয়াজ্জিন বেতনে আর্থিক সচ্চলতা আনা হোক

| শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত ব্যক্তির নামটি হচ্ছে মুয়াজ্জিন এবং ইমাম। অথচ যে মানুষটি কে সবচেয়ে অবহেলা করি, সে মানুষটি সবার আপদবিপদে রাতদিন এক করে খেতাবে থাকে সবার আগে। কনকনে শীতে যখন আমরা আরামে বিছানা ছাড়তে নারাজ তখনই ঐ মানুষটি দৈনিক পাঁচবার কল্যাণের দিকে আহ্‌বান করে যথাসময়ে। এরপরও তাঁদের দেখার যেন থেকেও কেউ নেই। আজকে দ্রব্যমূল্যের দাম দিনদিন যে হারে বেড়েই চলেছে, গাড়ি ভাড়া এমনকি চাকরিজীবীদর বেতন ধীরে ধীরে বাড়লেও বাড়ছে না মুয়াজ্জিন ইমামের বেতনের পরিমাণ। খুবই আশ্চর্য হই যখন আমাদের পরিবারে মাসিক ৬০/৭০ হাজার ইনকাম থাকার পরেও যখন সংসার চালাতে হিমসিম খেতে শুনা যায়। সেখানে একজন ইমাম ৫ হাজার টাকায় একটি সংসার চালায় কীভাবে? তাঁদের তো বাচ্চাদের পড়াশোনা, সংসারের ভার পোষক ইত্যাদি খরচ আমাদের মতই বহন করতে হয়। তাইলে যেখানে আমাদের এতটা ইনকামে পরে হিমসিম খাচ্ছি সেখানে একজন মুয়াজ্জিন ইমাম ৫ হাজারে তাঁর সংসারটা পরিচালিত করবে কীভাবে?। তা কমিটির প্রতিনিধিত্বে বিবেকে বিবেচনায় আনা জরুরি মনে করছি। পাশাপাশি এদের বেতন দ্বিগুণ বৃদ্ধি আহবান করছি। সুতরাং সমাজে জিম্মাদারের হক যথাযথ সম্মানের সাথে আদায় করার দাবী করছি।
মুহাম্মদ আরফান ক্বাদেরী
মনসা স্কুল এন্ড কলেজ, পটিয়া চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধহো চি মিন : ভিয়েতনাম মুক্তিসংগ্রামের নেতা
পরবর্তী নিবন্ধআমিও চূড়ান্ত দগ্ধ