আমিও চূড়ান্ত দগ্ধ

মাহবুবা চৌধুরী | শনিবার , ৩ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

সামনের বাড়িঘর যন্ত্রযান অচিন মানুষ
মনোলোভা প্রকৃতির বেসামাল প্রলুব্ধ হাওয়ায়
দুর্নিবার ভেসে চলে ক্লান্ত হয় আবার নিজেকে
ভুলিয়ে ভালিয়ে নোনা জলে ছিপ ফেলে
দৃঢ়দেহে।

আমাদের হার মাংস জানে অর্থ ভোগে তৃপ্তি নেই
তবুও ঈশ্বর ভেবে জনতার তাকেই আরতি
অর্থই সকল অনর্থের মূল জেনেও মানুষ
অন্ধকারে খোলে বৈধ ধারাপাত অর্থমগ্নতায়
শ্রেণিদ্বন্ধে খন্ড খন্ড মানুষের যাপিত জীবন।

আমিও চূড়ান্ত দগ্ধ রৌদ্রজ্বলা বিষবাষ্প তাপে
ঘৃণার জীবন পুষি, অন্ধকারে চোখ বন্ধ রাখি
চাইলেই মুক্তি পাব ভেঙে সব নিয়ম নিষেধ
সামাজিক মানবিক খাঁচা খুলে ছুটে যাব সবে
এমনতো নয়, শীর্ণ মানুষের স্যাঁতস্যাঁতে ভিড়ে
আরো যেন আটকে পড়ি প্রতিদিন ঊর্ণনাভ জালে।

ক্লান্তি ভার জমে ওঠে ন্যূব্জ দেহে বছরে বছরে
জানিনা কোন সে পথ শেষ হবে জীবনের তীরে
ব্যর্থতার গ্লানিবোধে ক্লান্তি আসে খাঁচা বন্ধ মনে
ঘুরে ফিরে, ফিরে আসি অভ্যাসের পুরনো ভিটায়
মৃত্যুর রঞ্জনরশ্মি ঢুকে পড়ে প্রাণের গুহায়।

পূর্ববর্তী নিবন্ধইমাম মুয়াজ্জিন বেতনে আর্থিক সচ্চলতা আনা হোক
পরবর্তী নিবন্ধঅহনের গল্প