ইমপেরিয়াল হাসপাতাল শিশু স্বাস্থ্যের উপর সর্বোচ্চ মনোযোগ দিয়ে আসছে

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে অধ্যাপক ডা. রবিউল

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ ৪শ’ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লিঃ (আইএইচএল) এর শিশু বিভাগের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এই স্লোগানকে সামনে রেখে গত ১৭ মার্চ বর্ণাঢ্য র‌্যালি হাসপাতালের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আমন্ত্রিত অভিভাবকবৃন্দ বিশেষ করে প্রিম্যাচিউর নবজাতকবৃন্দের বাবা মায়েরা তাদের মনের অনুভূতি ব্যক্ত করেন, যা আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। অভিভাবকবৃন্দ বিশ্বমানের এই হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রখ্যাত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রোকেয়া বেগম। তিনি ইমপেরিয়াল হাসপাতালের নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভূয়সী প্রশংসা করে বলেন, পূর্বে অনেক নবজাতককে চিকিৎসার প্রয়োজনে ঢাকায় পাঠাতে হতো, কিন্তু এই হাসপাতাল সে অভাব পূরণ করেছে। তিনি এমন আস্থাশীল চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অধ্যাপক ডা. রবিউল হোসেনসহ প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য দেন, আইএইচএল- এর চেয়ারম্যান ও সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি বলেন, ইমপেরিয়াল হাসপাতাল সূচনালগ্ন থেকে শিশু স্বাস্থ্যের উপর সর্বোচ্চ মনোযোগ দিয়ে আসছে। সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা সরঞ্জামসহ নবজাতক ও শিশু বিভাগ প্রতিষ্ঠা করেছে ইমপেরিয়াল পরিবার। অন্যান্য বিভাগের মত নবজাতক ও শিশু রোগ চিকিৎসায় ইমপেরিয়াল হাসপাতাল পরম আস্থার জায়গা। তিনি অভিভাবকবৃন্দকে ইমপেরিয়াল হাসপাতালের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এই দিনটিকে স্মরণীয় রাখতে ইমপেরিয়াল হাসপাতালে ইতিপূর্বে জন্মগ্রহণকারী প্রিম্যাচিউর নবজাতকবৃন্দের বাবা-মা ও বাচ্চার ছবিসহ শুভেচ্ছা স্মারক ক্রেস্ট অভিভাবকবৃন্দকে প্রদান করা হয়। হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগের প্রধান ডা. শিরিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, রাখেন, প্রখ্যাত স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শিশির কুমার দত্ত। অনুষ্ঠানে হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. ফয়সল আহমদ হাসপাতালে নবজাতক ও শিশু রোগ চিকিৎসা ও ব্যবস্থাপনার উপর একটি বিশেষ সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। হাসপাতালের প্রধান চিকিৎসক কর্মকর্তা অধ্যাপক ডা. তারেক আল নাসিরের সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মওদুদ আহমদের প্রয়োজন ছিল
পরবর্তী নিবন্ধশচীন্দ্র লাল ধর