ইডেনে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, আহত ১০

| সোমবার , ২৬ সেপ্টেম্বর, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

ঢাকার ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারপিটে কলেজ শাখার সভাপতিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে তাদের বিরোধী নেতাদের রেষারেষির জের ধরে দুই পক্ষ গতকাল বিকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের সামনে এই সংঘাতে জড়ায়। শনিবার রাত থেকে উত্তেজনা চলায় পুলিশ গিয়ে আজিমপুরে কলেজটির সামনে অবস্থান নেয়। রোববার বিকালে মারামারি বাঁধলে মহিলা পুলিশ গিয়ে তা থামায় বলে লালবাগ থানার ওসি মোর্শেদ আলম জানিয়েছেন। সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। খবর বিডিনিউজের।
ক্যাম্পাসে সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সমর্থকরা কোণঠাসা হয়ে পড়েছে। সহ-সভাপতিদের সমর্থকরা এখন নিয়ন্ত্রণ নিয়েছে বলে পুলিশের ভাষ্য। ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের দুই পক্ষের এমন মারামারি নিয়ে ইডেন কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংঘর্ষের পর কলেজ ক্যাম্পাসে দেখা যায়নি ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যকে। তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

পূর্ববর্তী নিবন্ধযাত্রী সেজে কেড়ে নিল গৃহবধূর স্বর্ণালঙ্কার
পরবর্তী নিবন্ধকরদাতা সুরক্ষা পরিষদের সভাপতিকে ক্ষমা চাইতে বললেন কাউন্সিলররা