ইডফায় কামারের ‘অন্যদিন’র প্রিমিয়ার

| রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:২৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল আমস্টারডামের (ইডফা) আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি সিনেমা ‘অন্যদিন’-এর বিশ্ব প্রিমিয়ার হয়েছে গতকাল শনিবার। খবর বিডিনিউজের। আমস্টারডামের তুসানস্কি থিয়েটারের এদিন রাত ৯টায় সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে ইডফা কর্তৃপক্ষের আমন্ত্রণে ইতোমধ্যে আমস্টারডাম পৌঁছেছেন পরিচালক কামার। বাংলাদেশ, ফ্রান্স ও নরওয়ের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমার লেখক, চিত্রগ্রাহক ও পরিচালক কামার আহমাদ সাইমন। ‘অন্যদিন’ ছাড়াও এবারের আসরে লড়াই করবে ইউখরেনিয়ান নির্মাতা সার্গেই লজনিতসা, পর্তূগিজ নির্মাতা সুজানা ডি সুজা ডিয়াজ, রুশ নির্মাতা আলিওনা ভন দার হোস্টের মতো ছবি। উৎসব শেষে তারিখের আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে বিজয়ী সিনেমা ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হবে। কামার আহমাদ সাইমনের জলত্রয়ীর দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’। জলত্রয়ীর প্রথম ছবি ‘শুনতে কি পাও!’ আন্তর্জাতিক উৎসব অঙ্গনে বাংলাদেশের একটি আলোচিত ছবি।

পূর্ববর্তী নিবন্ধতাদের ‘ছ্যাকা খাওয়া সমবায় সমিতি’
পরবর্তী নিবন্ধসিজেকেএস প্রথম বিভাগ হকি লিগ শুরু